লকডাউনে প্রবল অর্থাভাব, আত্মঘাতী একই পরিবারের তিন জন
কলকাতা: বিষ খেয়ে আত্মঘাতী হলেন একই পরিবারের ৩ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরের সত্যনারায়ণ পল্লীতে। মৃতরা হলেন, গৃহকর্তা গোবিন্দ কর্মকার, বয়স ৮০, স্ত্রী রুনু কর্মকার, বয়স ৭০ এবং তাঁদের ছেলে দেবাসিশ কর্মকার, বয়স ৫০ বছর।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকতেই পুলিশ দেখতে পায়, একটি বাটির গায়ে লেখা ‘সাবধান বিষ’। এছাড়াও ঘরের ভিতর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, গোবিন্দবাবুর স্ত্রী অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। তাঁদের ছেলে জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। গোবিন্দবাবুর স্ত্রীর অপারেশনের পর অনেক টাকা খরচ হয়ে যায়। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন গবিন্দবাবু।
রবিবার বাজার করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশিরা তাঁকে নিয়ে যান বিদ্যাসাগর স্টেট হাসপাতালে। সামান্য জ্বর থাকার জন্য তাঁকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ জানাচ্ছে, পরিবারের চরম অর্থকষ্ট ও অসুস্থতার জন্যই এই আত্মহত্যা।