WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

The BJP has a program to eat fish and rice

কলকাতাঃ সামনেই বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির নতুন কর্মসূচি, “ মাছে ভাতে বাঙালি”।এই প্রকল্পে বিনা পয়সায় খাওয়ানাে হবে মাছ , ভাত। সােমবার এগরা থেকে এই প্রকল্প চালু করে বিজেপি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

 

প্রসঙ্গত রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ টাকায় ডিম ভাত খাওয়ানো হচ্ছে, একেই টেক্কা দিতে বিজেপির এই কর্মসূচি। বিজেপি সুত্রে খবর, প্রথম দিন মোট ৭০০ জন কে খাওয়ানো হয় এই কর্মসূচির মাধ্যমে। খাওয়ানো হয় আলুভাজা , ডাল , মাছের ঝােল , চাটনি।

 

এদিন এক স্থানীয় বিজেপি নেতারা জানান , “বাঙালি সংস্কৃতি তুলে ধরতে আগামী দিনে বিভিন্ন এলাকায় এই মাছে ভাতে বাঙালি ’ অনুষ্ঠান করা হবে।বিনা পয়সায় মানুষকে খাওয়ানাে হবে।”

 

নির্বাচনের সামনে বিজেপির এই কর্মসূচি ভোটের ক্ষেত্রে কতটা কার্যকর সেটা এবার দেখার বিষয়।

The BJP has a program to eat fish and rice

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার