নৃশংস, এবার দু’বছরের ধর্ষিত শিশুকন্যার মৃতদেহ উদ্ধার মধ্যপ্রদেশের গ্রামে
মধ্যপ্রদেশ: মানুষের মনুষ্যত্ব যে দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে তা আর বলার অপেক্ষা রাখে না। ২ বছরের ছোট্ট শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে! মধ্যপ্রদেশের জব্বলপুরের এই মর্মান্তিক কাণ্ডে গ্রেফতার হয়েছে অভিযুক্তরা।
এই ঘটনার কথা সামনে আসতেই রীতিমতো স্তম্ভিত সকলে। এ কোন চরম বিকৃত মানসিকতা! যার হাত থেকে রেহাই পায় না ২ বছরের দুধের শিশুটিও।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত মাসের। শহর থেকে ৪৫ কিলোমিটার দূরের একটি গ্রামে। সেপ্টেম্বর মাসের ১৬ তারিখে হারিয়ে গেছিল ২ বছরের মেয়েটি। কোথাও খুঁজে না পেয়ে ১৭ তারিখ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন বাবা।
সপ্তাহ দুয়েক ধরে তদন্ত চালানোর পরে গতকাল, বৃহস্পতিবার সোনু ঠাকুর ও শুভম মাল্লা নামের ২০ ও ২১ বছরের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ১৮ তারিখ ওই গ্রামেরই এক কৃষিখেতের পাঁচিলের পাশ থেকে উদ্ধার হয় একরত্তি মেয়েটির রক্তাক্ত দেহ! ময়নাতদন্ত করা হলে জানা যায়, গণধর্ষণের পরে খুন করা হয়েছে তাকে!
সোনু ও শুভম নামের ওই দুই যুবকের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, খুন, প্রমাণ লোপাট করা এবং পকসো ধারায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।