কেরলে গর্ভবতী হাতির হত্যাকাণ্ডে তদন্তের নির্দেশ কেন্দ্রের
নিউদিল্লি: বাজি ভর্তি আনারস খাইয়ে হত্যা করা হয় গর্ভবতী হাতিকে। এমন এক অমানবিক কান্ডের প্রতিবাদে গর্জে উঠেছে দেশবাসী।
এবার সেই হত্যাকান্ড নিয়ে তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এছাড়াও কেন্দ্রের তরফে বলা হয় দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, কেরলের কৃষকরা চাষের জমিতে বুনো শুয়োরের প্রবেশ ঠেকাতে এই পদ্ধতি অবলম্বন করে। তবে বারুদ ভর্তি ওই আনারস হাতির মুখে গেল কিভাবে, কেউ ইচ্ছে করে দেয়নি তো! এমনই একাধিক প্রশ্ন মানুষকে ভাবাচ্ছে। তাই সামগ্রিক বিষয় নিয়ে কড়া ভাবে তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী।
এছাড়াও, কেরলের মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পালাক্কর জেলার সাইলেন্ট ভ্যালিতে ইতিমধ্যেই কোজিকোড়ের বিশেষ তদন্ত কারী দল পৌঁছেছে।