করোনা নিয়ে সতর্ক করতে ছুটির দিনেও রাস্তায় নামেন চাঁচলের মহাকুমা শাসক
মালদা: দায়িত্ব পেয়েই কাজে ঝাঁপিয়ে পড়লেন মালদহের চাঁচলের মহকুমাশাসক। রবিবার ছুটির দিনেও করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামেন চাঁচল মহকুমা শাসক সঞ্জয় পাল! পথচলতি নাগরিকদের হাতে মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি পরিবারের সুরক্ষার জন্য কি কি করণীয় তা তুলে ধরেন তিনি।
করোনা ভাইরাসের প্রকোপ এখনো কমেনি। দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। কিন্তু চাঁচল শহরের এক ঝলক চিত্রটা দেখলে মনে হবে দেশ থেকে করোনা বিদায় নিয়েছে! কিন্তু এতে অনেকেরই কোনও ভ্রূক্ষেপ নেই। নিয়ম করে নাক ও মুখ ঢেকে মাস্ক পরছেন না অনেকেই! মুখে মাস্ক ছাড়াই রাস্তায় এড়িয়ে পড়ছেন চাঁচলে আট থেকে আশি সব ধরনের মানুষ!কিন্তু এতে হিতে বিপরীত হচ্ছে, বাড়ছে সংক্রমণের ভয়।
তাই নতুন মহকুমাশাসকের দায়িত্ব পাওয়ার পর চাঁচলবাসি কে সজাগ করতে রাস্তায় নেমে মাস্ক বিতরণ করলেন চাঁচল মহকুমা শাসক সঞ্জয় পাল! এদিন তিনি চাঁচল 1 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর ভট্টাচার্য ও চাচোল থানা পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ কে নিয়ে পথচলতি আট থেকে আশি সকলের মুখে মাস্ক তুলে দেন।