আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কমিটি গঠন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
নবান্ন: ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ বিলি করা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে অনেকদিন ধরেই অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলগুলি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তরফ থেকেও দুর্নীতি রোধ করার এবং প্রয়োজনীয় মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।
এবার ঠিকঠাকভাবে সেই কাজের জন্যই পঞ্চায়েত স্তরে কমিটি গঠন করার কথা বললেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে প্রত্যেক জেলাশাসককে পঞ্চায়েত গুলিতে কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সেই সমস্ত এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকদের তালিকা তৈরি করে অবিলম্বে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।