কলকাতা – নন্দীগ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হামলার আভিযোগ উঠেছিল। লপায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
তবে বাংলায় কমিশনের নিযুক্ত রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এ নিয়ে এক রিপোর্টে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এর উপর হামলার কোনও প্রমান মেলেনি, দুর্ঘটনাবশত আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়।
কমিশনের নির্দেশে নন্দীগ্রামে মমতার আক্রান্ত হওয়ার ঘটনায় একটি রিপোর্ট তৈরি করেছেন তাঁরা। তাতে বলা হয়েছে, মমতার নিরাপত্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ভিড়ের মধ্যে হুড়োহুড়িতেই আঘাত পান বাংলার মুখ্যমন্ত্রী।