অক্টোবর থেকে খুলছে কলেজ, করোনা আবহের মধ্যেই বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
অন্ধ্র প্রদেশ: করোনা পরিস্থিতির মধ্যেই অক্টোবর মাস থেকে কলেজ খোলার সিদ্ধান্ত নিল অন্ধ্র প্রদেশ সরকার। অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে কলেজে ক্লাস শুরু সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রে ওয়াইএসআর কংগ্রেস সরকার। তার জন্য গাইডলাইন ঠিক করতে দফায় দফায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি।
করোনা সংক্রমণের কারণে দীর্ঘ ৪ মাস ধরে বন্ধ রয়েছে গোটা দেশের সব স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান। একাধিক বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে। স্কুল কলেজ কবে খোলা হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। করোনা সংক্রমণের জেরে প্রবল ধাক্কা খাচ্ছে পড়ুয়াদের পড়াশোনা।
তবে, অক্টোবর মাস থেকে খুলছে কলেজ। এমনই সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্র প্রদেশ সরকার। কলেজ খোলা নিয়ে গাইডলাইন কী হবে তা নিয়ে দফায় দফায় মন্ত্রিসভার আলোচনায় বসেছে। ৩ বছরের ও ৪ বছরের ডিগ্রি কোর্সের ক্লাস শুরুর কথা বলা হয়েছে। তবে সুনির্দিষ্ট করোনা বিধি মেনেই হবে ক্লাস এমনই জানানো হয়েছে।