সুস্থ থাকতে কাঁচকলা ও কলাগাছ এর অবদান অপরিসীম
বয়স বাড়লে শরীরে নানা রোগের বাসা বাঁধে। তবে সেই সব থেকে মুক্তি পেতে পারবেন সহজেই।
১. পেটের অসুখে, আমাশয় ও রক্ত আমাশয় কাঁচকলা সেদ্ধ করে টাটকা টক দইয়ের সঙ্গে মেখে খেলে রোগ সারে।
২. কলাগাছের শুকনো শেকড় গুঁড়ো করে অল্প পরিমাণে খেলে পিত্তি রোগ সারে।
৩. অনেকের মতে কলাগাছের শেকড়ের রসের সঙ্গে ঘি ও চিনি মিশিয়ে খেলে প্রস্রাবের অসুখ বা মেহ রোগ সারে।
৪. কাঁচকলা শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন অল্প পরিমাণে দুধের সঙ্গে মিশিয়ে খেলে যৌন ব্যাধি সারে ও প্রস্রাবের অসুখ সারে।
৫. একেবারে কচি কলাপাতা মিহি করে বেটে দুধে মিশিয়ে ঘন ক্ষীরের মতো করে খাওয়ালে মেয়েদের প্রদর রোগে উপকার হয়।