ইউহানের ল্যাবেই জন্ম করোনা ভাইরাসের, বিস্ফোরক দাবি চিনা গবেষকের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ইউহানের ল্যাবেই জন্ম করোনা ভাইরাসের, বিস্ফোরক দাবি চিনা গবেষকের

চিন: ফের করোনা ভাইরাসের জন্ম বিতর্কের আগুনে ঘি ঢাললেন ভাইরোলজিস্ট লি মেং ইয়ান। এক জনপ্রিয় টক-শো’তে এসে তিনি দাবি করলেন, নোভেল করোনা ভাইরাসের উৎসস্থল চিনা সরকারের তত্বাবধানে থাকা ইউহানের ল্যাবরেটরিই।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

ভাইরাসটি যে মনুষ্যসৃষ্ট, তা প্রমাণ করার জন্য উপযুক্ত প্রমাণ তাঁর কাছে আছে। আর তাই তড়িঘড়ি লি মেং ইয়ানকে চিন ছাড়তে হয়েছে। নইলে চিন সরকার তাঁকে খুন করতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ওই ভাইরোলজিস্ট।

ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের জন্ম হংকংয়ে। তবে তিনি গবেষণার কাজ করতেন চিনে। চলতি বছরের শুরুতে তাঁকে চিন ছেড়ে পালাতে হয়েছিল। নিরাপত্তার খাতিয়ে তিনি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছেন। একটি টক শো’তে বসে একের পর এক বিস্ফোরক দাবি করেন তিনি। আর তাঁর দাবির পরই ফের একবার করোনা ভাইরাসের জন্মবিতর্ক ফের উসকে উঠেছে।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment