দৈনিক সংক্রমণ নামল ৬১ হাজারে, বাড়ছে সুস্থতার হার
নয়াদিল্লি: দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার কিছুটা কমল। গত কয়েকদিন ধরেই নতুন সংক্রমণ ৭০ থেকে ৮০ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। গতকালও আক্রান্তের সংখ্যা ছিল ৭৪ হাজারের কাছাকাছি। রাত পোহাতেই এক ঝটকায় সংক্রমণ কমল বেশ খানিকটা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ২৬৭ জন। আক্রান্তের থেকেও সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা বেশি। কেন্দ্রের হিসেবে ৭৫ হাজার ৭৮৭ জন রোগী কোভিড জয় করেছেন একদিনে।
দেশে এখন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৬৬ লক্ষ ২৩ হাজার ৮১৫ জন। কেন্দ্রের পরিসংখ্যাণে ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। একদিনে মৃত্যু ৮৮৪ জনের। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছিল, করোনা আক্রান্তদের অন্তত ৬৫ শতাংশের কোমর্বিডিটি রয়েছে। করোনা সংক্রমণের সঙ্গেই হাইপারটেনশন, ডায়াবেটিস বা লিভারের রোগে আক্রান্ত রোগীদের সংখ্যাই বেশি।
করোনায় মৃত্যুহার আরও কমেছে। কেন্দ্রের হিসেবে ১.৫৫ শতাংশ। তুলনায় সুস্থতার হার অনেক বেশি। ৫৬ লাখের বেশি করোনা রোগী সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন। দেশে এখন করোনায় সুস্থতার হার ৮৪.৩৪ শতাংশ।
দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার কমলেও, দেশের পাঁচ রাজ্যের করোনা গ্রাফ চিন্তার কারণ।