ওয়াজিদের মৃত্যুর পর দিনই কোভিড পজিটিভের প্রমান মেলে তাঁর মায়ের শরীরে
মুম্বাই: গত দুদিন আগেই কিডনির সমস্যার কারণে মৃত্যু হয় বলিউডের প্রখ্যাত সংগীত পরিচালক ওয়াজিদ খানের। তবে তার মৃত্যুর কারণ যে শুধুই কিডনির সমস্যা ছিল তেমনটা নয়, করোনা মারন থাবা জাকিয়ে বসেছিল ওয়াজিদের শরীরে। যারই ফলস্বরূপ মাত্র ৪২ বছর বয়সে অকাল প্রয়ান হয় এই বলিউডের উজ্জ্বল নক্ষত্রের।
অন্যদিকে, ওয়াজিদের শরীরে করোনার সংক্রমণের প্রমান কে তার মৃত্যুর পরে আরও দৃঢ় করে দেয়, তার মায়ের শরীরে করোনা সংক্রমণের প্রমান মেলা। ওয়াজিদের মৃত্যুর পরের দিনই তার মা, রজিনার শরীরে কোভিড পজিটিভ মেলে।
সংবাদসংস্থা পিটিআই মারফত জানা যাচ্ছে, রজিনা খানের শরীরে ভাইরাস পাওয়া যাওয়ায় তাকে চেম্বুরের সুরানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালেই ভর্তি ছিলেন ওয়াজিদ।