বৌভাতের দিনই মৃত্যু বরের, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
কলকাতা: গত ১০ ই ডিসেম্বর ২৬ বছর বয়সী ওই নীলাদ্রি চক্রবর্তীর বিবাহ হয়। শুক্রবার গভীর রাত পর্যন্ত নিজের ঘরেই বন্ধুদের সঙ্গে পার্টিতে মত্ত ছিলেন ওই সদ্য বিবাহিত পাত্রটি। শনিবার দিন সকালে তার নিজের ঘর থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। টেলিটকে পুলিশ দেখতে পাই ঘরটি ধোঁয়ায় পূর্ণ হয়ে গেছে।
প্রাথমিক অনুমান করা হয় নীলাদ্রি রাত্রে সিগারেট জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন সেই সিগারেট থেকে তার বালিশে কোনরকম আগুন ধরে যায় এবং ওই ধোঁওয়াতে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ওই যুবকের। প্রাথমিক তদন্তে অনুমান করা হয় তাঁর গ্যাস্ট্রিক আলসারের এবং যকৃতের সমস্যা ছিল। শরীরে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড ঢুকে যাওয়ায় দমবন্ধ হয়ে তার মৃত্যু ঘটে।
পরিবার সূত্রে জানা যায় যে ওইদিন সকালে নিহতের বাবা নীলাদ্রিকে ঘরে ডাকতে যান। ঠিক সেই সময় তিনি দেখেন ঘর ধোঁয়ায় পূর্ণ আর নীলাদ্রি অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে আছে। সাথে সাথে তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এর পরে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় কাটাপুকুর মর্গে।