ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৫০,০০০
নয়াদিল্লি: ভারতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা শনিবার ৫০ হাজারের গণ্ডি ছাড়াল। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই গণ্ডি অতিক্রম করল ভারত। বাকি তিনটি দেশ যথাক্রমে আমেরিকা, ব্রাজিল ও মেক্সিকো। এর মধ্যে আমেরিকা ও ব্রাজিল ১ লক্ষের গণ্ডিও পার করেছে।
তবে, বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতে কোভিডে মৃত্যুর হার তুলনামূলক ভাবে কম। এমনকী বিশ্বে কোভিড মৃত্যুর যে হার, তার থেকেও ভারতে মৃত্যুহার কম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যায় অনুযায়ী, গোটা বিশ্বে কোভিড মৃত্যুহার ৩.৫ শতাংশ। সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের রিপোর্ট বলছে, ভারতে কোভিডে জাতীয় মৃত্যুর হার ১.৯ শতাংশ।
করোনা সংক্রমণের নিরিখে ভারত বিশ্ব ক্রমতালিকায় তিনে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলের পরেই। এই দুই দেশে করোনায় মৃত্যুহার ভারতের থেকে বেশি। ১৫ অগস্ট শনিবারের হিসেব অনুযায়ী, ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২৫ লক্ষ ৮৭ হাজার ৮৭২। মৃত্যু হয়েছে ৫০ হাজার ৭৯ জনের।