করোনায় মৃত্যু হল রানাঘাটের বাসিন্দার
নদিয়া: নদিয়া জেলায় হুহু করে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার কোরোনায় মৃত্যু হল রানাঘাটের এক বৃদ্ধার। শুক্রবার বিকেল ৩:৩০ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান রানাঘাট সিদ্ধান্তপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে মৃতার নাম নির্মলা গোন্ড, বয়স ৬৫ বছর।
বৃহস্পতিবার রাতে তাঁর করোনা পজেটিভ ধরা পড়ে। ৩ দিন আগে রানাঘাট থেকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানেই তাঁর লালারস সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য এবং তার রিপোর্ট আসে করোনা পজেটিভ।
মৃতার পরিবারের ৯ জনকে কোয়ারেন্টাইনে রাখলেও স্বাস্থ্য দপ্তরের চিন্তা সেই এলাকার বেশ কিছু যুবক রানাঘাট জুরে মেলামেশা করেছে। রানাঘাট রেল স্টেশনে অভুক্তদের খাওয়ানো থেকে শুরু করে বাজার-হাট সব কিছুই করেছে তাঁরা।
তাঁদের চিহ্নিত করতেই হিমসিম খেতে হবে। সেই সঙ্গে যে এলাকার ঘটনা সেখানেই রানাঘাটের সবচেয়ে বড় পাইকারি বাজার। প্রতিদিন হাজার হাজার ক্রেতা আসে বিভিন্ন স্থান থেকে। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি এখন রানাঘাটের।