দুর্ঘটনায় বেঁকে যাওয়া যুবকের মুখ অপারেশন ছাড়াই সোজা করল পিজি হাসপাতালের চিকিৎসকরা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

দুর্ঘটনায় বেঁকে যাওয়া যুবকের মুখ অপারেশন ছাড়াই সোজা করল পিজি হাসপাতালের চিকিৎসকরা

কলকাতা: কোনও কাটাকাটি না-করেই পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবকের বেঁকে যাওয়া মুখ সোজা করে দিলেন পিজি হাসপাতালের চিকিৎসকরা। তাঁদের দাবি, রাজ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে এই ধরনের অস্ত্রোপচার আগে কখনও হয়নি। নবমীর দিন বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মুখ ও মাথায় গুরুতর চোট পান বীরভূমের নলহাটি থানা এলাকার উজিরপুরের বাসিন্দা পলাশ ফুলমালি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

প্রথমে সাগরদিঘি এবং তারপর বহরমপুর মেডিক্যাল কলেজে তাঁর মাথায় আঘাতের চিকিৎসা হয়। বাড়ি ফেরার দু’দিন পর থেকে মুখ বেঁকে যেতে আরম্ভ করে। এরইসঙ্গে ডান চোখেৱ পাতা আৱ বন্ধ হচ্ছিল না। এরপরই গত ৪ নভেম্বর রোগীকে পিজি হাসপাতালের ইএনটি বিভাগে নিয়ে আসেন বাড়ির লোকজন।

চিকিৎসকরা জানান, মুখের ভাব প্রকাশ এবং প্রতিক্রিয়ার জন্য দায়ী ফেসিয়াল নার্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই যুবকের এই অবস্থা হয়েছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় চার ঘণ্টা অপারেশনের পর পলাশের বাঁকা মুখ সোজা হয়েছে। ডান চোখের পাতাও তিনি খুলতে ও বন্ধ করতে পারছেন।

পিজি সূত্রের খবর, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, কোনও কাটাকাটি না-করেই এন্ডোস্কোপি যন্ত্রের মাধ্যমে কানের ছিদ্র দিয়ে ক্যামেরা ঢুকিয়ে মুখের ফেসিয়াল নার্ভের ক্ষতিগ্রস্ত অংশে পৌঁছে যান চিকিৎসকরা। দেখা যায় সেখানকার একটি হাড় ভেঙে ফেসিয়াল নার্ভের উপর চেপে বসে আছে। এরপরই বিশেষ ধরনের ফরসেপের মাধ্যমে ভাঙ্গা হাড়টি বের করে আনেন চিকিৎসকরা। চিকিৎসা পরিভাষায় এর নাম ‘এন্ডোস্কোপিক ফেসিয়াল নার্ভ ডিকম্প্রেশন’।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment