পথের কুকুরকে সাজানো হল বাঘ, বিকৃত আনন্দের বিরুদ্ধে সোচ্চার নেটিজেনরা
মালয়েশিয়া: রাস্তার কুকুরের গায়ে রঙের প্রলেপ দিয়ে সাজানো হয়েছে বাঘ। না ভারতে নয়, মালয়েশিয়ার সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তার পরেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন পশু প্রেমীরা।
এমন বিকৃত আনন্দের জন্য কুকুরটিকে কষ্ট দেওয়া অন্যায় বলে দাবি তুলে কুকুরটির চারটি রং মাখা ছবি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে মালয়েসিয়ার একটি পশুপ্রেমী সংগঠন। কুকুরটির গায়ে এই ভাবে যে বা যারা রং লাগিয়েছে তাদের গ্রেফতারের দাবি তোলা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, কুকুরটির মাথা থেকে লেজ গোটা শরীরেই বাঘের মতো রং করা হয়েছে। অতীতে ভারতেও এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। ছবি দেখে বোঝা যাচ্ছে, গায়ে রং নিয়েই কুকুরটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।
কে বা কারা এই ধরনের কাজ করে থাকতে পারে তার বিস্তারিত তথ্যও জানতে চাওয়া হয়েছে ওই ফেসবুক পোস্টে। পশুদের গায়ে রং লাগানো যে অন্যায় সেটা বহু চর্চিত বিষয়।
বিশেষজ্ঞরা বলেন, যে কোনও রং থেকেই পশুদের মারাত্মক ক্ষতির ভয় থাকে। চামরার অসুখ তো বটেই সেই সঙ্গে গায়ে জিভ লাগানোর ফলে বিষাক্ত রং মারাত্মক ক্ষতিও করতে পারে। কিন্তু তা সত্বেও অনেকেই নিছক আনন্দ পেতে এমন কাজ করে থাকে। আর তাতে নিজে আনন্দ পেলেও পশুটির ক্ষতি হয়।
হেলপ অ্যানিম্যাল মালয়েশিয়া নামের সংগঠন এখন খোঁজ করছে কুকুরটি কোন এলাকার। কে বা কারা এই অপকর্মের পিছনে রয়েছে তা জানালে পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে ওই সংস্থা।