ফের নক্ষত্র পতন বলিউডে
মুম্বাই: এই বছর টা যেন বলিউড জগতের কাছে ইতিহাস হয়ে থাকবে। একের পর এক মৃত্যু ঘটেই চলেছে বলিউড জগতে। ইরফান খান, ঋষি কাপুর, মোহিত বাঘেল, মনমীত গরেওয়াল, বিখ্যাত গীতিকার ওয়াজিদ খানের মতো মানুষের মৃত্যু হয়েছে এই বছর।
আর এবার আরও একজন অভিনেতা এই পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন। বিখ্যাত টেলি অভিনেতা জাগেশ মুকাতি বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
অমিতার অমিত, শ্রী গণেশ এর মতো সিরিয়াল ছাড়াও হাসি তো ফাসি এবং আমির খানের বিখ্যাত সিনেমা মন-এ কাজ করে দর্শকদের মন জয় করেছিলেন। এছাড়াও উনি অনেক নামীদামী বলিউড অভিনেতার সঙ্গে কাজ করেছেন।
জাগেশ মুকাতি শেষ সময়ে শ্বাস কষ্টে ভুগছিলেন। রিপোর্ট অনুযায়ী উনি বিগত ৩-৪ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ওনাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। ওনার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকের অভিনেত্রী অম্বিকা জাগেশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। উনি লেখেন, ‘দয়ালু, সাপোর্টিভ আর চমৎকার সেনস অফ হিউমার! আপনি অনেক আগেই চলে গেলেন। ভগবান আপনার আত্মার শান্তি দিক। আপনি সর্বদা মনে থাকবেন।’