করোনা আবহে প্রথম টেস্ট, ম্যাচ জেতার পর কুর্নিশ বিরাটের
নয়াদিল্লি: করোনা আবহে প্রথম টেস্ট । প্রায় চার মাস পর ২২ গজে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ । সাউদাম্পটন টেস্টে শ্যানন গ্যাব্রিয়েল আর জেরামাইন ব্ল্যাকউডের উদ্যোগে ব্রিটিশ বধ ক্যারিবিয়ানদের ।
এই জয়ের জেরে তিন টেস্টের সিরিজে ১-০ – তে এগিয়ে গেল জেসন হােল্ডারের দল। আর ক্যারিবিয়ান ক্রিকেটের এই ছন্দে ট্রাকে কুর্নিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট । ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ( লেখেন , ” বাহ ! অসাধারণ জয় । টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ের প্রদর্শন । I
আয়োজক দেশ ইংল্যান্ড জয়ের জন্য ২০০ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল হােল্ডারের সামনে । জোফ্রা আর্চারের পেসের প্রাথমিক ধাক্কা কাটিয়ে খেলা ধরেন ব্ল্যাকউড।
তাঁর ব্যক্তিগত ৯৫ রান বদলে দেয় ম্যাচের ভাগ্য । বিশেষজ্ঞরা বলছেন , ” মাত্র পাঁচ রানের জন্য অধরা সেঞ্চুরি , দ্বিতীয় টেস্টে আরও তাতিয়ে রাখবে ব্ল্যাকউডকে । ” এদিকে এই জয় প্রসঙ্গে ক্যারিবিয়ান অধিনায়ক বলেন , ” এই পরিবেশে সবচেয়ে সেরা জয় টিমগেমের সাফল্য ।