করোনা আবহে প্রথম টেস্ট, ম্যাচ জেতার পর কুর্নিশ বিরাটের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

করোনা আবহে প্রথম টেস্ট, ম্যাচ জেতার পর কুর্নিশ বিরাটের

নয়াদিল্লি: করোনা আবহে প্রথম টেস্ট । প্রায় চার মাস পর ২২ গজে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ । সাউদাম্পটন টেস্টে শ্যানন গ্যাব্রিয়েল আর জেরামাইন ব্ল্যাকউডের উদ্যোগে ব্রিটিশ বধ ক্যারিবিয়ানদের ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এই জয়ের জেরে তিন টেস্টের সিরিজে ১-০ – তে এগিয়ে গেল জেসন হােল্ডারের দল। আর ক্যারিবিয়ান ক্রিকেটের এই ছন্দে ট্রাকে কুর্নিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট । ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ( লেখেন , ” বাহ ! অসাধারণ জয় । টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ের প্রদর্শন । I

আয়োজক দেশ ইংল্যান্ড জয়ের জন্য ২০০ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল হােল্ডারের সামনে । জোফ্রা আর্চারের পেসের প্রাথমিক ধাক্কা কাটিয়ে খেলা ধরেন ব্ল্যাকউড।

তাঁর ব্যক্তিগত ৯৫ রান বদলে দেয় ম্যাচের ভাগ্য । বিশেষজ্ঞরা বলছেন , ” মাত্র পাঁচ রানের জন্য অধরা সেঞ্চুরি , দ্বিতীয় টেস্টে আরও তাতিয়ে রাখবে ব্ল্যাকউডকে । ” এদিকে এই জয় প্রসঙ্গে ক্যারিবিয়ান অধিনায়ক বলেন , ” এই পরিবেশে সবচেয়ে সেরা জয় টিমগেমের সাফল্য ।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment