গ্যাস লিক করে ফ্লাটে আগুন, অবশেষে পুড়ে মৃত্যু বৃদ্ধা
কলকাতা: সিলিন্ডার থেকে গ্যাস লিক করছিল ৷ তারপরেই আগুন লেগে যায় ফ্ল্যাটের একাংশে ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার ৷ ঘটনায় জখম বৃদ্ধার মেয়েকে ভর্তি করা হয় হাসপাতালে ৷ মৃতার নাম ছায়া নাগ ৷ বয়স ৭৪ বছর বলে জানা গিয়েছে ৷ বেলেঘাটা থানা এলাকার রাধামাধব দত্ত লেনের ঘটনা৷
পাঁচতলার আবাসনের দোতলার ফ্ল্যাটে সিলিন্ডার লিক করে গ্যাস বেরোতে থাকে ৷ অনেক বেশি সময় ধরে গ্যাস বেরনোর ঘটনা ঘটলেও তাতে বাড়ির লোকরা আমল দেয়নি বলেই জানিয়েছে পুলিশ ৷ এরপরই ফ্ল্যাটে আগুন ধরে যায় ৷
আগুন লাগার পর আর ফ্ল্যাট থেকে বেরোতে পারেননি ছায়াদেবী ও তাঁর মেয়ে ৷ আগুনে শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায় বৃদ্ধার ৷ জখম হন বৃদ্ধার মেয়ে আলপনা নাগও ৷ দু’জনকেই এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে মৃত্যু হয় বৃদ্ধার ৷