করোনা আবহেই সুখবর, শিক্ষরত্ন পাচ্ছেন ৪ জন শিক্ষক
দক্ষিণ ২৪ পরগনা: এই করোনা আবহে সুখবর এর মাত্রা যেন খুবই অল্প। তবে, তারই মাঝে এমন একটা সুখবর সত্যিই মন ভালো করে দেয়। এবার জেলা থেকে মোট চারজন শিক্ষক শিক্ষারত্ন পাচ্ছেন বলে জানা গিয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের প্রকাশিত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তারা।
আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন এই চারজনকে সম্মান জানানো হবে বলে জানা গিয়েছে। শিক্ষক দিবসের দিন শিক্ষকদের এই সম্মান পাওয়া এযেন সত্যিই গর্বের বিষয়।
এবার জেলার মধ্য থেকে সেরা স্কুলের শিরোপা পাচ্ছে সারদা বিদ্যাপীঠ হাইস্কুল। শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার কারনে এই স্কুলকে বেছে নেওয়া হয়েছে।
জেলা শিক্ষা বিভাগ সূত্রে খবর, যে চারজন সম্মানিত হচ্ছেন, তাঁদের মধ্যে দুজন মাধ্যামিক, একজন উচ্চমাধ্যামিক এবং বাকি দুজন প্রাথমিক স্কুলের শিক্ষক। তবে, গুরুত্বপূর্ণ বিষয় হল চারজনের মধ্যে তিনজনই প্রধান শিক্ষক এবং আর একজন সহকারি শিক্ষক।
ফলতার খান ডালিয়া হাই স্কুল, বাসন্তী হাই স্কুল, ঝরখালি উপকূল থানার গিরিবালা আদর্শ এফ পি স্কুলের চার শিক্ষক পাবেন এই সম্মান। করোনা পরিস্থিতির কারনে এবার কাউকেই রবীন্দ্র সদনের মূল অনুষ্ঠানে আনা হচ্ছে না। তাই জেলাশাসকের তরফে জেলাতেই শিক্ষকদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মান।