হ্যাক হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট
নয়াদিল্লি: কয়েকদিন আগেই ডিজিটাল সন্ত্রাসবাদের ধাক্কায় জেরবার হয় বিশ্ব। হ্যাক হয়েছিল বারাক ওবামা, বিল গেটসদের টুইটার অ্যাকাউন্ট। এছাড়া হ্যাকড অ্যাকাউন্টের তালিকায় ছিল জো বাইডেন, উবার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, বিটকয়েন বিশেষজ্ঞ প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এবার সেই তালিকায় নাম পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
মোদীর নিজস্ব ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্টে হানা দেয় হ্যাকাররা। কিছু সময়ের জন্য হ্যাক করে নেয় অ্যাকাউন্টটিকে। হ্যাকারেরা করোনায় ত্রাণ তহবিলের জন্য অনুদানের ক্ষেত্রে ক্রিপ্টো কয়েনের দাবি করে মোদীর অ্যাকাউন্ট থেকে টুইট করেন।
এমনকি টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়ো বার্তা দিয়ে বলা হয়, ৩০ মিনিটের মধ্যে এক হাজার ডলার বিটকয়েনে পাঠালে দ্রুত এর দ্বিগুণ ফেরত পাওয়া যাবে। অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইট করা বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইটের সঙ্গে যুক্ত এই টুইটার অ্যাকাউন্টটির ফলোয়ার প্রায় আড়াই লক্ষেরও বেশি। প্রথমে বুঝতে না পারা গেলেও পরে অনেকেই বুঝে যান হ্যাক হয়েছে অ্যাকাউন্ট।