অ্যাডভাইজরি না মানায় কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালকে নোটিস স্বাস্থ্য কমিশনের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

অ্যাডভাইজরি না মানায় কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালকে নোটিস স্বাস্থ্য কমিশনের

কলকাতা: করোনা চিকিৎসায় কলকাতার নামী বেসরকারি হাসপাতাল গুলির বিরুদ্ধে অভিযোগ অনেকদিনের। কোথাও চিকিৎসার জন্য বেশি টাকা নেওয়া, আবার কোথাও রোগীর পরিবারকে হেনস্থা, একাধিক অভিযোগ এসেছে স্বাস্থ্য দফতরের কাছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

অনেক ক্ষেত্রেই হাসপাতালগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও তা নিয়ন্ত্রণে না আসায় হাসপাতালগুলির জন্য অ্যাডভাইজরি জারি করে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন।

দু’সপ্তাহ আগে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন অ্যাডভাইজরি দিয়ে বলে, করোনা চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলিকে খরচে লাগাম টানতে হবে। বেডভাড়া থেকে শুরু করে করোনা চিকিৎসার সব খরচ হাসপাতালের মধ্যে এমন জায়গায় ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়, যেখানে সবাই সেই খরচ দেখতে পারবেন।

তার ফলে চিকিৎসার ক্ষেত্রে কত খরচ হবে তার আগাম হিসেব থাকবে রোগীর আত্মীয়দের কাছে। হাসপাতাল ইচ্ছেমতো টাকা চাইতে পারবে না। এতে রাজ্যে কোভিড চিকিৎসায় একটা স্বচ্ছতা বজায় থাকবে বলেই মত ছিল কমিশনের।

সূত্রের খবর, স্বাস্থ্য কমিশন জানিয়েছে, তারা যে ১৫ দফা অ্যাডভাইজরি জারি করেছে, তা বেশিরভাগ বেসরকারি হাসপাতালই মানছে না। তাই তাদের নোটিস পাঠিয়েছে স্বাস্থ্য কমিশন। কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন, যে হাসপাতালগুলি অ্যাডভাইজরি মানছে না, তাদের বিরুদ্ধে মামলা রুজু করবে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন।

জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই মামলা রুজু হয়েছে। হাসপাতালগুলিকে নোটিসও পাঠিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তাদের নোটিসের জবাব দিতে হবে। কোনও রকমের অনিয়ম মানা হবে না বলেই জানিয়েছে কমিশন।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment