কলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিল হাইকোর্ট
কলকাতা: কলকাতা পুরসভার প্রশাসন বোর্ড দিয়ে নয়া নির্দেশ দিল হাইকোর্ট। আগের নির্দেশ অনুসারে গতকাল কলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
এই পরিস্থিতিতে মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চ। ১০ আগস্ট পর্যন্ত কাজ করবে প্রশাসক গোষ্ঠী।
কলকাতা পুরো নিগমের প্রশাসক বোর্ডকে কেয়ারটেকার বোর্ড হিসেবে চিহ্নিত করে কলকাতা হাইকোর্ট। মে মাসের ৭ তারিখ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার তাদের এক মাস কাজ করার জন্য রায় দেন।
যদিও পরবর্তীকালে হাইকোর্ট ২০ জুলাই পর্যন্ত কাজ করার অনুমতি দেন। নয়া নির্দেশিকা অনুযায়ী সেই সময়সীমা বাড়ালো হাইকোর্ট।