করোনা রোগী ফেরালেই এবার বাতিল হবে হাসপাতালের লাইসেন্স

Loading

করোনা রোগী ফেরালেই এবার বাতিল হবে হাসপাতালের লাইসেন্স

নবান্ন: সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা বলা হয়, ‘কোনো বেসরকারি হাসপাতাল করোনা রোগীকে ফেরত পাঠাতে পারবে না। যদি এমনটা কেউ করে, তাহলে বাতিল করে দেওয়া হবে হাসপাতালের লাইসেন্স।’

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তবে, এর পাশাপাশি আরও একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের তরফে বলা হয়, এই নিয়ম থেকে রেহায় পাবে না সরকারি হাসপাতাল গুলিও। এই মর্মে দুটি বিজ্ঞপ্তি জারি করা হয় নবান্নের তরফে।

উল্লেখ্য, রাজ্যে যেভাবে করোনার সংক্রমণ বেড়ে চলেছে, তারই মধ্যে হাসপাতাল থেকে করোনা রোগীর সাথে বাজে ব্যবহার থেকে ভর্তি না নেওয়ার মত একাধিক অনৈতিক ও অমানবিক ঘটনার সাক্ষী থাকছে রাজ্যবাসী। সেগুলি বন্ধ করতে ও রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরকে ব্যবহার করতে তৎপর রাজ্য সরকার।

এছাড়া, রাজ্য সরকারের তরফে এও বলা হয়, করোনা হাসপাতালের আওতার বাইরে থাকা হাসপাতাল গুলির জরুরি বিভাবে কোনো রোগী এলে, যতক্ষণ না পর্যন্ত তার করোনা রিপোর্ট পজিটিভ আসছে, তাকে ভর্তি রাখতে হবে বা করোনা সন্দেহে ফেরত পাঠানো যাবে না।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: