দিল্লি – স্ত্রী নির্যাতনের কথা আমাদের দেশে নতুন নয়, এ নিয়ে সোমবার সুপ্রিম কোর্ট একটি মামলার শুনানির সময় মন্তব্য করেছে, শ্বশুরবাড়িতে বা যদি আত্মীয় পরিজনের হাতেও স্ত্রী, নির্যাতনের শিকার হন তা হলে তার দায় নিতে হবে স্বামীকে।
উল্লেখ্য, এক মহিলা স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক ভাবে অত্যাচার করার অভিযোগ এনে মামলা করেছিলেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তি জামিনের আবেদন করলে, আদালত তা খারিজ করে দিয়ে জানায়, শ্বশুরবাড়িতে স্ত্রী যে কোনও রকমের নির্যাতনের শিকার হলেই তার দায় প্রাথমিক ভাবে নিতে হবে স্বামীকে। ঘটনার সঙ্গে যদি পরিবারের অন্য সদস্য বা আত্মীয়রা জড়িয়ে থাকেন, তাহলেও দায় বর্তাবে স্বামীর উপরেই।