বাড়ির পাশের বাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
মালদা: বাড়ির পাশের আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ভালুকা অঞ্চলের পোমাই গ্রামে। মৃত যুবকের নাম সুজন মন্ডল (২৩) বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের পেমাই গ্রামে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের ২৩ বছর বয়সী যুবক সুজন মন্ডল সব সময় নেশায় আসক্ত থাকতো। নেশার কারণে পরিবারের সাথে প্রায়শই অশান্তি লেগে থাকত তার। পরিবারের সদস্যদের অনুমান কর্মহীন অবস্থায় নেশাগ্রস্ত হয়ে মানসিক অবসাদে বাড়ির পাশে আমবাগানে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার সকালে গাছে ঝুলন্ত দেহ দেখে এলাকার মানুষজন ছুটে আসে। খবর দেওয়া হয় ভালুকা পুলিশ ফাঁড়িতে।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে |
মৃত যুবকের দিদি সরলা মন্ডল বলেন, ” সকালে জানতে পারি ভাই ফাঁসি নিয়েছে।মদ খেয়ে বাড়িতে প্রচন্ড অশান্তি করতো, কাজকর্ম কিছু করতো না | নেশাগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে | “
পেমাই গ্রামের বাসিন্দা বিকাশ মন্ডল বলেন, ” সকালে শুনতে পাই বাগানে একজন ফাঁসি নিয়েছে। এসে এই ঘটনা দেখে পুলিশকে খবর দি, ফাঁসির সঠিক কারণ তো বলতে পারবো না কিন্তু ছেলেটা প্রচন্ড মদ খেত, হয়তো মানসিক অবসাদে ভুগছিল | “
সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় |