পুরীর রথযাত্রা নিয়ে সুপ্রিমকোর্টের রায়কে পুনর্বিবেচনার অনুরোধ পুরীর রাজার
পুরী: এবছর পুরীর রথ যাত্রা সম্ভব নয়, সে নির্দেশ গত বৃহস্পতিবারই স্পষ্ট ভাষায় জানিয়েছিল সুপ্রিমকোর্ট। এমনকি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও মন্ত্রিসভার বৈঠকে সুপ্রিমকোর্টের নির্দেশ কে মেনে চলার কথা জানিয়েছিলেন।
তবে, শনিবার সুপ্রিমকোর্টের রায়ের বিরুদ্ধে পুরীর মন্দিরের বাইরে বিক্ষোভ দেখালেন পুরোহিত ও পান্ডারা। তাদের দাবি, যেকোন উপায়েই দ্বাদশ শতাব্দী তে তৈরি পুরীর মন্দিরের এই রথযাত্রা হওয়ার অনুমতি দেওয়া হোক।
উল্লেখ্য, এ বিষয়ে বৃহস্পতিবারই সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে জানিয়েছিলেন, ‘আমরা যদি এরকরম পরিস্থিতি রথযাত্রার অনুমতি দিই, তাহলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না।’
উল্লেখ্য, তদুপরি পুরীর রাজা অর্থ্যাৎ পুরী মন্দির কমিটির যিনি শীর্ষে গজপতি দেবসিংহ ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লেখেন, যার শারমর্ম হল, রাজ্য সরকার সুপ্রিমকোর্টে যাক , রথযাত্রার অনুমতির জন্য।