কলকাতা : প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের সহধর্মিনী দীপা চট্টোপাধ্যায় । বয়স হয়েছিল ৮৩ বছর। গতকাল রাতেই শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।
অনেক দিন ধরেই ডায়াবিটিসে ভুগছিলেন দীপা দেবী । কিডনিকর সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৬০ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড় দীপার। সৌমিত্র-দীপার এই দীর্ঘদিনের দাম্পত্য জীবনে ইতি টানে করোনা সংক্রমণ।
সৌমিত্র বাবুর মৃত্যুর চারমাস পর প্রয়াত হলেন দীপা দেবী । পরিবার সুত্রে খবর, কিডনি বিকল হয়ে, রবিবার রাত ২ঃ৫৫ মিনিটে মৃত্যু হয় দীপা চট্টোপাধ্যায়ের।