রবিবার থেকে ফের লকডাউন ঘোষণা হল কাটোয়ায়, ছাড় শুধু মাত্র জরুরি পরিষেবায়
কাটোয়া: করোনা আবহে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়ার ফলে কাটোয়ার পুরো এলাকায় আংশিকভাবে লকডাউন ঘোষণা করল প্রশাসন। বিকেল পাঁচটা থেকে পরেরদিন সকাল ছয়টা পর্যন্ত শুধুমাত্র খোলা থাকবে জরুরী পরিষেবা। নির্দিষ্ট সময়ের মধ্যে বাস ও ফেরি চলাচলে ছাড় দেওয়া হয়েছে।
কাটোয়া পুরো এলাকায় প্রচার চালানো হলেও মানুষের মধ্যে দেখা যাচ্ছিল অসচেতনতা। যার ফলে ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। আর তাই পুরো প্রশাসন ও মহাকুমা প্রশাসনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল।
আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলায় শুক্রবার আলোচনায় বসে প্রশাসন। এবং আলোচনায় সিদ্ধান্ত হয় ১৯ জুলাই বিকেল পাঁচটা থেকে ৩১ শে জুলাই রাত পর্যন্ত এলাকায় আংশিক লকডাউন করা হবে। বৈঠকে ঠিক করা হয়েছে ৫০% দোকান খোলা থাকবে এবং পাশাপাশি দুটো দোকান খোলা রাখা যাবে না।
তবে, এম্বুলেন্স ওষুধের দোকানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কাটোয়া থানা এলাকায় মোট আক্রান্তের সংখ্যা ৩১।