করোনা থেকে বাঁচাতে এবার ডাক্তারদের পাশে ম্যাজিক রোবট
কায়রো: শিরোনাম পড়ে চমকে উঠছেন নিশ্চয়ই ! খবরটা মোটেই ভুয়ো নয়, বরং এরকমই এক ম্যাজিক রোবট বানিয়ে ফেলেছে মিশরের বিজ্ঞানী মহম্মদ এল কোমি ৷ যে রোবট ডাক্তারদের সঙ্গে কোমর বেঁধে করোনা যুদ্ধে লড়বে ৷ আর শুধু কী লড়বে, রোগীকে ধমকও দেবে এই ম্যাজিক রোবট !
এবার ব্যাপারটা একটু বিশদে বলা যাক, করোনার চিকিৎসার জন্য সারাদিন, সারারাত রোগীর সেবায় নিজেকে দিয়ে দিয়েছেন চিকিৎসকরা ৷ চিকিৎসা করতে গিয়ে বহু ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্তও হয়েছেন ৷ এমনকী, অনেকে প্রাণও দিয়েছেন ৷ এই অবস্থা থেকে চিকিৎসকদের বাঁচাতেই রোবটের বন্দোবস্ত করে ফেলল এই বিজ্ঞানী
বিজ্ঞানী মহম্মদ এল কোমি জানিয়েছেন, এই রোবট চিকিৎসকের হেল্পার হয়ে উঠবে ৷ এই রোবট কোভিড টেস্ট করতে সাহায্য করবে ৷ করোনা আক্রান্ত রোগীর জন্য সময় মতো ওষুধ সরবরাহ করবে ৷ প্রয়োজনে ডাক্তারও ডেকে দেবে এই রোবট৷ শুধু তাই নয়, কেউ যদি মাস্ক না পরে থাকেন তো, এই রোবট ধমকও দেবে তাঁকে !
রোবটের নাম রাখা হয়েছে সিরা ৷ বিজ্ঞানী জানিয়েছেন, এই রোবট ১৪৩ কেজি পর্যন্ত ওজন বয়ে নিয়ে যেতে সক্ষম ৷ তবে করোনা যোদ্ধাদের তালিকায় এটাই প্রথম রোবট নয়, এর আগেই ভারতেও তৈরি হয়েছে করোনা লড়াকু রোবট ৷