কলকাতা – মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে মাতৃসম, মমতার ছবি হাতে নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে এমনই মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়। এতে প্রাক্তন বনমন্ত্রী বিজেপিতে যোগদান করবেন, এই জল্পনা আরও জোরাল হল।
হাওড়ার ডোমজুড়ের বিধায়ক পদে ছিলেন তিনি। এর আগে গত ২২ জানুয়ারি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন।
সূত্রের খবর, আগামী রবিবারই হাওড়ায় অমিত শাহের সভায় বিজেপি-তে যোগদান করবেন তিনি৷ তৃণমূলের সঙ্গে বিচ্ছেদ সময়ের অপেক্ষা হলেও কেন দলনেত্রীর ছবি হাতে নিয়ে বেরোলেন? এই প্রশ্নের উত্তরে রাজীব বলেন, ‘আমি আগেও বলেছি, আমার দলনেত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ৷ আজকেও মাননীয়া নেত্রী আমার কাছে মায়ের মতো৷ তিনি আমায় সুযোগ করে দিয়েছেন, তাঁর ছবি আমার মাথার পিছনে থাকত৷ এখনও তাঁর ছবি আমার সাথেই থাকবে৷’ এ দিনও নেত্রীর কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন রাজীব৷