কেরালার সোনা পাচার কাণ্ডের তদন্তে এবার NIA
তিরুবনন্তপুরম: সোনা পাচার কান্ডের তদন্তভার এনআইএ এর হাতে দিল কেন্দ্র।
গত ৪ জুলাই কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ৩০ কেজি সোনা আসে।
এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে স্বপ্না সুরেশ ও সরীথ কুমারকে। ওই সোনার বাজার মূল্য ১৫ কোটি টাকা ।
ওই মহিলা সংযুক্ত আরব আমিরশাহিতে কনস্যুলেটে কাজ করতেন।
এই ঘটনার পরই কেরালার মুখ্যমন্ত্রী দফতরের প্রধান সচিব সরীথ কুমার কে সরিয়ে দেওয়া হয়েছে।
বিরোধ নেতাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর দফতরের লোকজন আগে থেকেই তা জানতে। কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা প্রধানমন্ত্রী কে সিবিআই তদন্তের দাবি জানিয়ে চিঠি লিখেছিল। এরপরেই ঘটনায় এনআইএ তদন্তে নামে।