দেশে ৩৫ লক্ষে পৌঁছতে পারে করোনা আক্রান্তের সংখ্যা
নয়াদিল্লি: আগামী সেপ্টেম্বর মাসে ভারতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা একটি সমীক্ষায়। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সমীক্ষা অনুযায়ী সেপ্টেম্বরে তো নয়ই এমনকী ২০২১ সালেও করোনার সংক্রমণ নাজেহাল পরিস্থিতি তৈরি করতে পারে গোটা দেশে।
করোনা নিয়ে বিদেশি একাধিক প্রতিষ্ঠানের পাশাপাশি সমীক্ষা চালিয়ে যাচ্ছে বেশ কিছু দেশীয় প্রতিষ্ঠানও। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সও করোনার সংক্রমণ নিয়ে সমীক্ষার কাজ করে চলেছে। তাঁদের বর্তমান একটি সমীক্ষায় চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
আইআইএসসি-র দাবি, সেপ্টেম্বরে ভারতের করোনা পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক রূপ নিতে পারে। সেপ্টেম্বরে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ ছুঁতে পারে বলে সমীক্ষা করে দেখেছে এই প্রতিষ্ঠান।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যা অনুযায়ী এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬। করোনায় দেশে মোট মৃত বেড়ে ২৪ হাজার ৯১৫। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ৩ লক্ষ ৩১ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৬ লক্ষ ১২ হাজারের বেশি মানুষ।