নদিয়ায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা
নদিয়া: দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে নদিয়া জেলায়। এবার তাহেরপুরেও প্রবেশ করলো করোনা। তাহেরপুরে প্রথম আক্রান্ত হল মহারাষ্ট্র ফেরত এক শ্রমিক।
জানা গিয়েছে, তাঁর বাড়ি তাহেরপুরের ১৩ নম্বর রাস্তায়। ২৭ বছর বয়সী ওই যুবক কয়েক দিন আগেই মহারাষ্ট্র থেকে নিজের জেলায় ফিরে স্থানীয় বালিকা বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে ছিল।
৯ মে তাঁর সোয়্যাব টেস্ট করানো হয়। বৃহস্পতিবার সকালে টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ আসে। রিপোর্ট আসার পরেই তাঁকে কল্যানী কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার নদিয়া জেলায় মোট ২০ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। তাহেরপুর ছাড়া এই ২০ জনের মধ্যে হরিনঘাটা এন.ডি.আর.এফ কোয়ারেন্টাইন সেন্টার থেকেই ১১ জন পজেটিভ হয়েছে।
শান্তিপুর ব্লক ও শহর মিলিয়ে ৩ জন, কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে ১ জন, রানাঘাট ১ নম্বর ব্লকে ১ জন, তেহট্ট ১ নম্বর এবং ২ নম্বর ব্লক মিলিয়ে ৪ জন।