দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৪৭ হাজার বিশ্বে চারে ভারত

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৪৭ হাজার বিশ্বে চারে ভারত

নয়াদিল্লি: বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি এখনও জটিল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বাড়ছে মৃতের সংখ্যাও। ভারতের পরিস্থিতিও একই। দেশে করোনায় মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়ে যায়। যার ফলে মৃতের সংখ্যার নিরিখে বিশ্বে এখন চার নম্বরে ভারত।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বুধবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হয়েছে ২৩,২৯,৬৩৮। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৬,৪৩,৯৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৬,৩৯,৫৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০,৯৬৩ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৭০.০৪%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬,০৯১। মৃতের হার ২.০০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৭,৩৩,৪৪৯ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২.৪৫ কোটি মানুষের।

পাশাপাশি কলকাতা শহরে সংক্রামিত এলাকার সংখ্যা ৩৯ থেকে কমে হল ২৩টি। করোনার কালবেলায় মিলান, ভিয়েনা, কোপেনহেগেন, মাদ্রিদ ও স্টকহোমে নিজেদের বিমান ওঠানামা আপাতত বন্ধ রাখল এয়ার ইন্ডিয়া।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯৩৬ জন মানুষ।

বুধবার রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,০৪,৩২৬। তবে, আশা জাগাচ্ছে সুস্থতার হার। এদিনও করোনা জয় করে সেরে উঠেছেন ২,৭২৫ জন মানুষ। ফলে বুধবার পর্যন্ত রাজ্যে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ২৬,০০৩।
তবে দুশ্চিন্তার বিষয় অবশ্যই মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টাতেও আরও ৫৪ জন মানুষের মৃত্যু হয়েছে বাংলায়। ফলে পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২,২০৩।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment