রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৮০০
কলকাতা: ৫ ই জুলাই অর্থাৎ গতকাল ২৪ ঘণ্টায় এখনও অবধি পাওয়া সর্বাধিক করোনা আক্রান্তের খোঁজ মিলল রাজ্যে। আনলক ২ পর্বে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের খোঁজ সেই সঙ্গে বাড়ছে মৃত্যু সংখ্যাও।
রবিবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৮৯৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে রাজ্যে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২১ জন। যা একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড রাজ্যে ।
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪৫ জন মানুষ । রাজ্যে সুস্থতার হার ৬৬ শতাংশ যা তুলনামূকভাবে ভালো হলেও সংক্রমণ কিছুতেই ঠেকানো সম্ভব হচ্ছে না।
এখনও অব্দি রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২২১২৬ জন। তাঁর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৭১১ জন মানুষ। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৭৫৭ জন মানুষ।
এছাড়া এখনও অব্দি করোনার মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ৫৩০০৭২ টি। সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যের মোট ৫২ টি ল্যাবটারিতে করোনা টেস্ট হচ্ছে।