আমফনের টাকা যেন রাজ্যের শাসক দল নয়ছয় না করে, এমনই দাবি নিয়ে কেন্দ্রীয় দলের কাছে পৌঁছলেন বিরোধীরা

Loading

আমফনের টাকা যেন  নয়ছয় না হয়, হুঁশিয়ারি করতে কেন্দ্রীয় দলের কাছে পৌঁছলেন বিরোধীরা

আলিপুর: গত দু’দিন হল কেন্দ্রীয় দল রাজ্যের আমফান বিধস্ত এলাকা পরিদর্শনে আসেন। তারা দুটি দলে ভাগ হয়ে ঘুরেও দেখেন দুই ২৪ পরগনা। শেষে তারা আলিপুরের যে হোটেলে উঠেছিলেন। সেখানেই পৌঁছলেন বিজেপির দিলীপ ঘোষ, সিপিএম-এর সুজন চক্রবর্তী ও কংগ্রেসের আব্দুল মান্নানের মত নেতারা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সেখানে পৌঁছে কেন্দ্রীয় টিমের কাছে প্রত্যেকেরই আলাদা আলাদা দাবির মধ্যেই একটি দাবি স্পষ্ঠ তা হল, আমফানের টাকায় যেন রাজ্যের শাসক দল তৃণমূলের পকেটে না ঢোকে।

বিজেপি-বাম-কংগ্রেসের বক্তব্য, আমফানের কারণে রাজ্যে ক্ষয়ক্ষতির মোকাবিলায় কেন্দ্র টাকা দিক। তবে, তা যেন লুট না হয়। সিপিএম-এর সুজন চক্রবর্তী এদিন বলেন, “এখানে টাকা আসা মানেই তৃণমূলের ছুটকো নেতাদের পকেট ভরবে। কাটমানি যাতে শাসকদল না খেতে পারে তার বন্দোবস্ত করতে হবে।”

যদিও তৃণমূলের তরফে পাল্টা আক্রমণ শানিয়ে বলা হয়েছে, এই তিনটে দলই বাংলার মানুষের শত্রু। এরা মানুষের বিপর্যয় নিয়েও রাজনীতি করতে নেমে পড়েছে। এর থেকে লজ্জার আর কিছু হয় না।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: