বদলে গেল শিয়ালদাহ স্টেশনের প্লাটফর্ম নম্বর
শিয়ালদাহ: লকডাউনে প্রায় ৩ মাসেরও অধিক সময় ধরে রাজ্যে বন্ধ লোকাল ট্রেন চলাচল। এই সুযোগে নিত্যদিনের যাত্রী বিভ্রান্তি কাটাতে শিয়ালদাহ রেল কতৃপক্ষ বদলে দিল স্টেশনের প্লাটফর্ম নম্বর।
উল্লেখ্য, শিয়ালদাহ রেল স্টেশনে মোট প্লাটফর্ম সংখ্যা ২১। কিন্তু এতদিন পর্যন্ত সেখানে প্লাটফর্ম নম্বর ছিল ১৪ পর্যন্ত। কিন্তু এবার ক্রমিক সংখ্যা অনুযায়ী প্লাটফর্ম নম্বর সাজানোর পর প্লাটফর্ম সংখ্যা ও নম্বর দুইই সমান হয়ে দাঁড়াল ২১।
ফলস্বরূপ আর প্লাটফর্ম খুঁজতে ভোগান্তি তে পড়তে হবে না যাত্রীদের। পূর্বরেলের এই সিদ্ধান্ত খুবই সুবিধাজনক হবে বলে মন্তব্যও আসছে একাধিক মহল থেকে।