The PM is coming to the state
কলকাতাঃ আগামী ২২ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওই দিনও রাজ্যে এসে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি একই সপ্তাহে ২৮ তারিখ ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। এদিন বিভিন্ন প্রকল্পের সুচনা ও জনসভাও করার কথা রয়েছে তাঁর৷ এমনই খবর বিজেপি-র সূত্রে৷
আগামী ২২ ফেব্রুযারী প্রধানমন্ত্রীর হুগলির চুঁচুড়ায় জনসভা করার কথা রয়েছে৷ এবং এদিন নোয়াপাড়-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ অন্যদিকে ২৮ ফেব্রুয়ারি রাজ্যের ঠিক কোথায় তিনি জনসভা করবেন এবং ঠিক কী কী সরকারি কর্মসূচি রয়েছে, সে সম্পর্কে এখনও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রাজ্যে বিধানসভা নির্বাচন কবে হবে তা নিয়ে জল্পনা চলছে। অন্যদিকে আগামী ২৮ ফেব্রুয়ারি ফের রাজ্যে এসে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুচনা বা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। তাই তার আগে রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে৷ যেহেতু একবার নির্বাচন ঘোষণা হয়ে গেলে নতুন কোনও প্রকল্পের ঘোষণা করা সম্ভব নয়৷আশা করা যায় মার্চের শুরুর দিকেই নির্বাচন হতে পারে।
রাজ্যের বিধানসভাকে লক্ষ করে গত দু’ তিন মাসে ধরে নিয়মিত পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এবার সেই সঙ্গে রাজ্যে ঘন ঘন আসতে শুরু করলেন প্রধানমন্ত্রীও৷ বিজেপি-র সুত্রে খবর, নির্বাচন যত এগিয়ে আসবে, প্রধানমন্ত্রীও বাংলায় আরও বেশি করে সময় দেবেন।
The PM is coming to the state