শারদ উৎসবে এলাকার কমিটিকে উপহার তুলে দেওয়ার উদ্যোগ সভাধিপতির
মালদা: শারদ উৎসব উপলক্ষে পূজা কমিটির কর্মকর্তাদের হাতে বিশেষ উপহার তুলে দিল মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। মানিকচক বিধানসভা এলাকার সমস্ত পুজো কমিটিকে এই উপহার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সভাধিপতি।
তাই বুধবার দুপুরে মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাধিপতি ছাড়াও উপস্থিত মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝা সহ অন্যান্যরা।
মানিকচক বিধানসভার অন্তর্গত সমস্ত উদ্যোক্তাদের হাতে পূজা চলাকালীন ব্যবহারের জন্য বেশি পরিমাণে মাস্ক স্যানিটাইজার সহ শারদ সম্মান ও আর্থিক সাহায্য প্রদান করা হয়। করোনা আবহে পুজো কমিটি যাতে করে পূজো পরিচালনা করতে কোন রকম অসুবিধা না হয় তাই সাহায্য প্রদান করেছেন সভাধিপতি নিজ ব্যক্তিগত উদ্যোগে।