The price of gas has gone up
কলকাতাঃ ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। গত সপ্তাহে গ্যাসের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছিল। এর জেরে ৭৯৫ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ৮২০। আজ আরো ২৫ টাকা দাম বেড়ে এখন রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ৮৪৫ টাকায়। ১ মার্চ থেকে লাঘু হচ্ছে এই দাম।
গত কয়েক মাস ধরে লাগাতার তেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করে চলেছে সরকার। গত 30 দিনের মধ্যে চার বার এবং গত পাঁচ দিনে দুবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। শুক্রবার দ্য কনফেডারশন্স অফ অল ইন্ডিয়া ট্রেডার্স , মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে ভারত বনধের ডাক দিয়েছিল ।
দাম বৃদ্ধির জন্য সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষদের। তাছাড়া করোনার জেরে অনেক মানুষ পেট চালানোর জন্য সামান্য রুটি-রোজগারের টুকুও হারিয়েছে। এদিকে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় প্রায় সমস্ত জিনিসের দাম বেড়ে চলেছে, সাথে দাম বাড়ছে রান্নার গ্যাসেরও।
একদিকে পেট্রোল-ডিজেল তো অন্যদিকে রান্নার গ্যাসের ৷ গত কয়েক মাস ধরে লাগাতার তেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করে চলেছে সরকার ৷ যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে দেশের সাধারণ জনগণ ৷ সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অনেকেই।
The price of gas has gone up