পুজোর পরেই ১০০ টাকা কিলো ছুঁতে পারে পেঁয়াজের দাম
নয়াদিল্লি: করোনা ভাইরাসের ফলে নাজেহাল গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে কাজ হারিয়েছে অনেকেই। কিন্তু, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে বৈকি কমছে না। এবার পিয়াজের দাম বাড়তে চলেছে।
ইতিমধ্যেই পেঁয়াজের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। এর মধ্যে ব্যবসায়ীরা জানাচ্ছেন, আপাতত এর দাম কমার কোনও সম্ভাবনা নেই। উল্টে এই ফসলের দাম ক্রমশ বাড়বে। শুধু তাই নয়, এভাবে চলতে থাকলে দশমীর পরে ১০০ টাকা কিলো দরে পেঁয়াজ কিনতে হতে পারে সাধারণ মানুষকে।
এদিকে ব্যবসায়ীদের বক্তব্য, বাজারে নতুন পেঁয়াজ ঢুকতে আরও অন্তত এক মাস বাকি আছে। এদিকে পুরনো স্টকও শেষ হওয়ার মুখে। ফলে চাহিদা মতো যোগানে টান পড়ায় স্বাভাবিকভাবে চড়তে শুরু করেছে দাম।
দেশের বৃহত্তম পেঁয়াজের পাইকারি বাজার নাসিকের লাসালগাঁও। সেখানে গতকাল প্রতি কুইন্টাল পেঁয়াজের দাম ৭,৮০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল; যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এভাবে চলতে থাকলে আর কয়েক দিনের মধ্যে খুচরো বাজারে প্রতি কিলোর মূল্য ১০০ টাকা ছুঁতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
প্রসঙ্গত উল্লেখ্য, নাসিকের বাজারে প্রতি কুইন্টাল পেঁয়াজের নিলামের গড়ে দর ছিল ৭,১০০ টাকা। এর মধ্যে সবথেকে খারাপ মানের পেঁয়াজ বিক্রি হয়েছে ১,৯০১ টাকা কুইন্টাল দরে। অন্যদিকে, সবথেকে ভালো পেঁয়াজের কুইন্টাল প্রতি দর ছিল ৭ হাজার ৮১২ টাকা। এই দরে গতকাল ৭ হাজার কুইন্টাল পেঁয়াজ নিলাম হয়েছে।