বাজেট পেশ হওয়ার ৩ দিনের মধ্যেই ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। বুধবার যে ১৪.২ কেজির গ্যাস কলকাতাবাসী কিনেছে ৭২০ টাকা ৫০ পয়সায়. আজ থেকেই সেই গ্যাস কিনতে হবে ৭৪৫ টাকা ৫০ পয়সায়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই নিয়ে ৩ বার বাড়ল। দিল্লিতে এই মুহূর্তে গ্যাসের দাম ৭১৯ টাকা, মু্ম্বইতে ৭১৯ টাকা, চেন্নাইতে ৭৩৫ টাকা।
এবারের বাজেটে কেন্দ্র পেট্রলে লিটার প্রতি ২ টাকা ৫০ পয়সা এবং ডিজেলে ৪ টাকা সেস বসানোর কথা বলেছিল। এ নিয়ে সরকারের তরফে বলা হয়েছিল এর প্রভাব দামের উপর পড়বে না। কলকাতায় পেট্রোলের দাম কালও ছিল ৮৭.৬৯ পয়সা। এদিন দাম বেড়ে হয়েছে ৮৮.০১ টাকা, ও ডিজেলের দাম ৮০ টাকা ০৮ পয়সা থেকে .৩৩ পয়সা বেড়ে হয় ৮০.৪১ টাকা।