করোনা-আবহেই পালন গণেশ চতুর্থী, দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: গোটা দেশজুড়ে, বিশেষ করে পশ্চিম ভারতে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। তবে করোনার কারণে মহারাষ্ট্রে গণেশ চতুর্থীর চেনা জাঁকজমক এবার নেই বললেই চলে। ভিড় এড়াতে অনেক পুজো কর্তৃপক্ষই এবার অনলাইনে দর্শনের ব্যবস্থা করেছে।
পশ্চিম ভারতে ১০ দিন ধরে চলে গণেশ পুজো। গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেল থেকে হিন্দি ও ইংরেজিতে দুটি ট্যুইট করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘গণেশ চতুর্থীর পবিত্র উত্সব উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানাই। ভগবান শ্রী গণেশের আশীর্বাদ আমাদের সবার ওপরে বর্ষিত হোক। সর্বত্র আনন্দ ও সমৃদ্ধি বিরাজ করুক।’
গণেশ চতুর্থী হিন্দিতে ট্যুইট করে শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সমগ্র দেশবাসীকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা বলে ট্যুইট করেন তিনি।
গণেশ যাতে সবাইকে দেশের সেবা করার জন্য শক্তি ও ক্ষমতা দেন, সেই কামনা করে ট্যুইট করেন রেলমন্ত্রী পীযুশ গয়াল। হিন্দিতে ট্যুইট করে তিনি আরও লেখেন, ‘মঙ্গলকর্তা-বিঘ্নহর্তার আশীর্বাদ আজ গোটা দেশের প্রয়োজন।’