উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা জুলাইয়ে: ঘোষণা শিক্ষামন্ত্রীর
কলকাতা: দেশজুড়ে চলছে পঞ্চম দফায় লকডাউন। সাথে আনলক ফেজ ওয়ানও। তবে লকডাউনের এই পর্বে খোলা হবে না কোনো শিক্ষা প্রতিষ্টান, তা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাই চতুর্থ দফা লকডাউনে উচ্চ মাধ্যমিকের বাকি ৩টি পরীক্ষার যে দিন ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এবার তাতেই পরিবর্তন আনলেন তিনি।
মঙ্গলবার তিনি ঘোষণা করেন জুন মাসে কোনো পরীক্ষা নেওয়া হবে না। ফলস্বরূপ আগের ঘোষণা অনুযায়ী ২৯ জুন যে পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল, তা বাতিল হয়ে যায়। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন নির্ঘণ্ট দাঁড়াল জুলাই মাসের ২, ৬ ও ৮ তারিখে।
উল্লেখ্য, করোনা সতর্কতায় মার্চের মাঝামাঝি সময় থেকেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ হয়ে যায় রাজ্যে। সাথে চলতি পরীক্ষা গুলিও। তারপর ধাপে ধাপে একের পর এক সেই সব বাকি পরীক্ষা গুলি নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যের শিক্ষা দফতর।