স্কুটার কারখানা তৈরি করছে “অ্যাপ ক্যাব সংস্থা” ওলা
কর্নাটক:স্কুটার কারখানা তৈরি করছে ‘অ্যাপ ক্যাব সংস্থা’ ওলা জায়গাটি হল কর্নাটকে। সংস্থাটি এই কারখানা তৈরির জন্য প্রায় ২৪ কোটি বিনিয়োগ করবে। অন্তত ১০ হাজার কর্মসংস্থান হবে সেখানে।
সূত্র মারফত জানা গিয়েছে, কারখানা তৈরির ব্যাপারে সোমবার কর্ণাটক সরকারের সঙ্গে একটি মউ সাক্ষর হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, এটিই হতে চলেছে বিশ্বে বৃহত্তম স্কুটার কারখানা।
কারখানাটিতে বছরে ২০ লক্ষ স্কুটার উৎপাদন হবে। বাড়তে থাকা স্কুটারের চাহিদা মেটাতেই কর্ণাটকে কারখানাটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন