সাতদিনের ঘুরতে আসা আজ ৭ মাসে পৌঁছেছে, অতিথিকে বিদায় জানাতে কাঁদছে গোটা গ্রাম
আসাম: মানুষের হৃদয়ে এখনও যে, একে অপরের প্রতি মায়া, ভালোবাসা আছে তা প্রমান করল এই ঘটনা। ঘুরতে এসেছিলেন সাতদিনের জন্য। কিন্তু লকডাউনে সেটা গিয়ে দাঁড়াল প্রায় ৭ মাসে।
ম্যানুয়াল আরিবাসের রডরিগেসের ইচ্ছে ছিল অসমের গোটা গ্রামকে ঘুরে দেখবেন। আর সেইমতই হাতে ৭ দিন সময় নিয়ে ঘুরতে এসেছিলেন অসমের গ্রামে। কিন্তু লকডাউন পরায় ৭ মাসের জন্য থেকে যেতে হল গ্রামে।
এক অচেনা অজানা অতিথি হয়ে ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে শিবসাগরের বকতা বকতিয়াল গ্রামে আসে স্পানিশ যুবক ম্যানুয়াল আরিবাসের রডরিগেসের। লকডাউনে ওই গ্রামে আটকে পড়ায় কখনও করেছেন চাষবাস, কখনও গিটার বাজিয়ে গেয়েছেন গান। আবার কখনও আবার বাচ্ছাদের শেখাচ্ছেন স্পানিশ।
অচেনা জায়গা থেকে এসেও ভালোবাসা দিয়ে গোটা গ্রামের মানুষের মন কয়েকদিনের মধ্যেই জয় করে নিয়েছিল এই যুবক। একই ভাবে গ্রামের মানুষও তাঁকে আপন করে নিয়েছিল। তবে, এবার ফেরার পালা নিজের দেশে।
কিন্তু, গ্রামের সকলেই তাঁদের প্রিয় অতিথিকে বিদায় জানাতে গিয়ে কেঁদে ফেলেছেন। অল্প দিনে সে যেভাবে গ্রামের মানুষদের কাছের একজন হয়ে উঠেছিলেন তাঁকে বিদায় জানানো সত্যিই কষ্টের। ম্যানুয়ালের ৩০ বছরের সঙ্গী তাঁর সাইকেল তিনি রেখে গেলেন গ্রামের বাচ্ছাদের জন্য।
সকলের প্রিয় ম্যানুয়াল আঙ্কেলকে জরিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন গ্রামের খুদেরাও। অবশেষে জল চোখেই বিদায় জানাতে হল তাঁদের প্রিয় অতিথি মানুয়েলকে।
ভালোবাসা যে পরকেও কত সহজে আপন করে নেয় তা আরও একবার প্রমান করল এই ঘটনা।