বুনিয়াদপুরে তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল শেরপুর এলাকা
দক্ষিণ দিনাজপুর: রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হল শেরপুর এলাকা। জানা যায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার শেরপুর এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুই রাজনৈতিক দলের মধ্যে কটুক্তি করা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত হয়।
তৃণমূল কর্মী ষষ্ঠী সরকারের অভিযোগ কটুক্তি করার প্রতিবাদ করলে এলাকার বিজেপি কর্মীরা তাকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়।
অপরদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বরা পুরো ঘটনার দায় অস্বীকার করে জানান এটি সম্পূর্ণরূপে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।