খুলির মধ্যে ধাতুর পাত, হত অস্ত্রোপচার ! সন্দেহ বিজ্ঞানিদের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Archaeological News

লরাই ২৪ ঃ পুরাতত্ত্ব বিজ্ঞানীরা দু’হাজার বছরের পুরনো এক যোদ্ধার মাথার খুলি খুঁজে পেয়েছেন। যাতে ধাতুর পাত বসানো রয়েছে। গত বছরই এই খুলির সন্ধান পেয়েছিলেন পুরাতত্ত্ব বিশারদরা। খুলি দেখেই চমকে যান তাঁরা। মানুষের মাথার খুলির মধ্যে খুবই যত্ন সহকারে ধাতুর পাতটি বসানো।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বিজ্ঞানীদের ধারণা, কঙ্কালটি পেরুভিয়ান কোনও এক যোদ্ধার। সম্ভবত যুদ্ধে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। তারপর চিকিৎসা করা হয়। রীতিমতো অস্ত্রোপচার করেই ধাতুর এই পাতটি বসানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতদিন কেবল বিশেষজ্ঞ এবং কৌতূহলীরাই এই বিশেষ খুলিটির খবরাখবর রাখতেন।

তবে সম্প্রতি এটি জনসমক্ষে আনা হয়েছে। রাখা হয়েছে ওকলাহোমার মিউজিয়াম অফ অস্টিওলজি -তে। তাতেই আরও উৎসাহের সৃষ্টি হয়েছে। এই উৎসাহের জেরেই মিউজিয়ামের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে খুলির ছবি পোস্ট করা হয়েছে। আর ক্যাপশনে নিশ্চিত করা হয়েছে, এটি মানুষেরই খুলি।

বিজ্ঞানীরা ২০০০ বছর আগে কীভাবে এই ধাতুর পাত মানুষের মাথার খুলিতে বসানো হল, তা নিয়ে নিরন্তর আলোচনা-পর্যালোচনা করে চলেছেন বিজ্ঞানীরা। কেউ কেউ দাবি করেছিলেন, হয়তো ধাতু গলিয়ে মাথার খুলির ভাঙা অংশে ঢেলে দেওয়া হয়েছিল। কিন্তু বিজ্ঞানীরা তাতে বিশেষ সহমত নন। তাঁদের মতে আগে থেকে পাতটি তৈরি করা হয়েছে। তারপর অস্ত্রোপচারের মাধ্যমে মাথার অন্দরে ক্ষত সারানোর জন্য ব্যবহার করা হয়েছে।

Archaeological News

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment